যুগল পথচলা বরকতময় হোক
শায়খ আহমাদুল্লাহ
আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ইবাদ বিন সিদ্দিকের বিয়ের সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলাম। ইবাদ বিন সিদ্দিক প্রতিভাবান ও সৃষ্টিশীল তরুণ। কর্মোদ্যমী। ডিজাইনশিল্পে তার মুনশিয়ানা আমাকে মুগ্ধ করে। ধর্মীয় ঐতিহ্যবাহী একটি পরিবার থেকে উঠে আসা তরুণ তথ্যপ্রযুক্তিতে দক্ষতার স্বাক্ষর রাখছেন, এটা আমাদের জন্য ভালোলাগার বিষয়। শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে ইবাদ বিন সিদ্দিকের অন্য ভাইয়েরাও কাজ করছেন। সেগুলোও আমাদের নজরে আসে, দেখে ভালো লাগে।
প্রিয় ভাই ইবাদ বিবাহের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু করতে যাচ্ছেন। বিবাহের মধ্য দিয়ে মুমিনের ঈমানে পূর্ণতা আসে। আমরা দুআ করি ইবাদ বিন সিদ্দিকের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ তাদের যুগল পথচলায় বারাকাহ দান করুন। আমিন।
শায়খ আহমাদুল্লাহ
জনপ্রিয় মিডিয়া-ব্যক্তিত্ব ও দাঈ
চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন