বড়ভাইয়ের দুআ
ইমদাদুল হক নোমানী
![](https://www.ebadbinsiddik.com/blog/wp-content/uploads/2021/07/Ebad-marriage-Imdad-780x470.jpg)
আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় ভাই মাওলানা কারী ইবাদ বিন সিদ্দিক বিয়ের পিঁড়িতে বসছে। আব্বা রহমতুল্লাহি আলায়হি কুরআনের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করবার পাশাপাশি আমরা ভাইবোনেরাও যাতে মানুষের মতো মানুষ হতে পারি, সে-ব্যাপারে সতর্ক নজরদারি ও রাহনুমায়ি করেছেন। আব্বা চাইতেন আমরাও যেন উম্মাহর খেদমতে নিজেদের কুরবান করি, দেশ ও জাতির নানামুখী খেদমতে নিয়োজিত হই। আমরা চার ভাই আব্বার সেই চাওয়া ও স্বপ্ন বাস্তবায়নে সর্বদা তৎপর থাকবার চেষ্টা করি।
ইবাদ যুগসচেতন একজন আলিম হবার পাশাপাশি আইটি ও বুদ্ধিবৃত্তিক কাজে পরিপক্বতার পথে হাঁটছে। এরই মধ্যে তার জীবনে পরিপূর্ণতা আনয়নে পারিবারিকভাবে আমরা তার যুগল জীবনে পদার্পণের ইন্তেজাম করেছি। আব্বা যদি হায়াতে থাকতেন, আজকের আনন্দমুখর এ দিনে তাঁর চেয়ে বেশি আনন্দিত বোধহয় আর কেউ হতো না। দুআ করি, আল্লাহ তাআলা যেন আব্বার কবরকে রওযাতুম মির রিয়াযিল জান্নাহ বানিয়ে দেন এবং ইবাদের নতুন জীবন জান্নাতি সুখ ও সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দেন। আমিন।
মাওলানা কারী ইমদাদুল হক নোমানী
সাধারণ সম্পাদক, আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ
মুহতামিম, জামিয়া তালিমুল কুরআন সিলেট