বড়ভাইয়ের দুআ
ইমদাদুল হক নোমানী
আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় ভাই মাওলানা কারী ইবাদ বিন সিদ্দিক বিয়ের পিঁড়িতে বসছে। আব্বা রহমতুল্লাহি আলায়হি কুরআনের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করবার পাশাপাশি আমরা ভাইবোনেরাও যাতে মানুষের মতো মানুষ হতে পারি, সে-ব্যাপারে সতর্ক নজরদারি ও রাহনুমায়ি করেছেন। আব্বা চাইতেন আমরাও যেন উম্মাহর খেদমতে নিজেদের কুরবান করি, দেশ ও জাতির নানামুখী খেদমতে নিয়োজিত হই। আমরা চার ভাই আব্বার সেই চাওয়া ও স্বপ্ন বাস্তবায়নে সর্বদা তৎপর থাকবার চেষ্টা করি।
ইবাদ যুগসচেতন একজন আলিম হবার পাশাপাশি আইটি ও বুদ্ধিবৃত্তিক কাজে পরিপক্বতার পথে হাঁটছে। এরই মধ্যে তার জীবনে পরিপূর্ণতা আনয়নে পারিবারিকভাবে আমরা তার যুগল জীবনে পদার্পণের ইন্তেজাম করেছি। আব্বা যদি হায়াতে থাকতেন, আজকের আনন্দমুখর এ দিনে তাঁর চেয়ে বেশি আনন্দিত বোধহয় আর কেউ হতো না। দুআ করি, আল্লাহ তাআলা যেন আব্বার কবরকে রওযাতুম মির রিয়াযিল জান্নাহ বানিয়ে দেন এবং ইবাদের নতুন জীবন জান্নাতি সুখ ও সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দেন। আমিন।
মাওলানা কারী ইমদাদুল হক নোমানী
সাধারণ সম্পাদক, আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ
মুহতামিম, জামিয়া তালিমুল কুরআন সিলেট