কোথায় গেলি ভোরের পাখি
প্রজাপতির দল-
আজকে মামার বিয়ে হবে
আয় না সবাই চল।
নতুন মামি আসবে মোদের
হাসবে পাখির মতো-
গল্প হবে রোজ আমাদের
সঙ্গে কতো শত।
কোথায় গেলি ভোরের পাখি
প্রজাপতির দল-
আজকে মামার বিয়ে হবে
আয় না সবাই চল।
নতুন মামি আসবে মোদের
হাসবে পাখির মতো-
গল্প হবে রোজ আমাদের
সঙ্গে কতো শত।