উস্তাযে মুহতারামের ছেলে

আরবী একটি প্রবাদ আছে, ‘আল ওয়ালাদু সিররুন লিআবীহি’। সন্তান পিতার স্বভাবের হয়ে থাকে। পিতার গুণ-বৈশিষ্টের ঝলক তার মাঝে পাওয়া যায়। সন্তান কখনো পিতার দৈহিক গুণাগুণ গ্রহণ করে, কখনো পিতাজির চারিত্রিক গুণাবলি তার মাঝে ফুটে ওঠে। আবার কখনো তার মাঝে পিতার উভয় বিশেষণ পাওয়া যায়।

যুগের কিংবদন্তি মহাপুরুষ,খিদমাতে কুরআনের মহানায়ক উস্তাযে মুহতারাম আল্লামাল মুকরী আলী আকবর সিদ্দীক শায়খে ভানুগাছী রহ. একজন আদর্শ উস্তাযের পাশাপাশি একজন আদর্শ পিতাও ছিলেন। তার জ্ঞান-গরিমা ও জশ-খ্যাতি যেমন দেশদেশান্তরে ছিলো বিস্তৃত, তেমনি তার খিদমাতে কুরআন ছিলো সারাবাংলায় আদৃত। বহমুখী প্রতিভার এনন্দিত পুরুষ আমাদের মাঝে আজ না থাকলেও তার লখতে জিগর কয়েকজন সন্তান আমাদের মাঝে আছেন বিদ্যমান। তাদের প্রায় সবাই প্রতিভাবান। উস্তাযে মুহতারামের মেধা ও মননের আলোকছটা তাদের সবার মাঝেই আছে বিরাজমান। (তারা সবাই একমুখী হতে পারলে হযরতের রেখে যাওয়া খিদমাতগুলো হতে পারে আরো অনেক বেগবান। আর তাই হোক!) তাদের অন্যতম একজন হলো প্রিয় অনুজ মাওলানা ইবাদ বিন সিদ্দীক হাফিযাহুল্লাহ। তার ভেতরে একটা সৃজনশীল মেধা আছে। আছে ঈর্ষণীয় প্রতিভা। আরও সযতœ পরিচর্যা

পেলে তার মেধা ও প্রতিভার দ্বারা জাতি আরো অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ।
আকদে নিকাহের মাধ্যমে সে একটি নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে। পবিত্র এই শুভক্ষণে তার দাম্পত্য জীবনের অনাবিল সুখানন্দ কামনা করছি।

এহতেশামুল হক্ব ক্বাসিমী
লেখক : মুহাদ্দিস, লেখক

Scroll to Top