মোবারাকবাদ

মোবারাকবাদ

ব্যাপারটা তো সবাই জানেন খুশির ব্যাপার বেশ—
বিয়ের লেবাস পড়লো ইবাদ আজকে অবশেষ।
এই সুদিনে স্মারক ভরে উঠবে স্মৃতির ঢেউ—
লিখবে নানান উপদেশ আর বাণীও কেউ কেউ।
আমি আমার মতই ছড়ায় গাইছি বিয়ের গান—
হাসিখুশি থাকুক সদা যুগলতারার প্রাণ।

এই যে ইবাদ! বন্ধু নাকি বলবো তোমায় ভাই?
সিলটেকে বস, সৃজনঘরে বন্ধু তো আমরাই!
তোমার সাথে কাজ করেছি, কাজ শিখেছি ঢের—
বন্ধুসুলভ আচরণে পাইনি তো হেরফের!

এই যে ইবাদ বন্ধু আমার ওড়াও নতুল পাল—
সুখ-সাগরেই পার করো এই যুগল মহাকাল।
একলা থাকার কষ্ট এবার হটলো অথৈ দূর—
ঝলমলে এক সূর্যসহ আসলো নতুন ভোর।
প্রণয় পাখি করবে হৃদে প্রেমের হুলুস্থুল—
হাসিমুখে দাও বলে আজ দিল থেকে কবুল।
প্রেমেই থাকুক প্রেমেই রাখুক মহান খোদাপাক—
মারহাবা মারহাবা ইবাদ! শাদি মোবারাক।

হাম্মাদ তাহমীম
লেখক : কবি ও ছড়াশিল্পী
সারথি, সৃজনঘর

Scroll to Top