ভাতিজা-ভাতিজিদের আনন্দপাঠ

উঠলো রবি ফুটলো গোলাপ
উঠলো ভোরের পাখি!
আজ আমাদের হৃদয় মাঝে
খুশির মাখামাখি।

আজ আমাদের মনের মাঝে
খুশির আমেজ বেশ-
চাচ্চু নিয়ে আসবে নতুন
চাচি অবশেষ।

ঘোমটা পরা পরীর মতো
সুন্দরী এই চাচি-
সারাজীবন আমাদেরই
থাকবে কাছাকাছি।

Scroll to Top