বারাকাল্লাহু লাকুমা

আমার সাধারণত খুব বেশি মানুষের সাথে মেশার সুযোগ হয় না। বলতে গেলে মাখামাখি করার সুযোগও হয় না। তবে একান্ত কাছের যারা আছেন, ইবাদ ভাই তাদের অন্যতম।

ইবাদ ভাইয়ের সাথে আমার পরিচয়ের বেশি দিন হয়নি। বছরচারেক হবে বেশির চেয়ে বেশি। এ চার বছরে ইবাদ ভাইকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে।

আমার দেখা একজন নির্মল, স্বচ্ছ, স্বপ্নচারী এবং মেধাবী একজন তরুণের নাম ইবাদ ভাই। অবশ্য প্রচ- মেধাবীরা অলস টাইপের হয়। ইবাদ ভাইয়ের মাঝে এ গুণ থাকলেও আশা করি বিবাহের পর ভাবীর মিষ্টি হাসি এবং আলতো ভালবাসার ছোঁয়ায় তিনি পরিবর্তন হবেন।

ইবাদ ভাই আর আমি বয়সের দিক থেকে কাছাকাছি। সাধারণত বন্ধুদের মাঝে এ বয়সে তুই-তুকারির সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইবাদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক তার প্রতি অজানা শ্রদ্ধার কারণে এ পর্যন্ত যায়নি। আমি তাকে আপনি বলে সম্বোধন করতেই স্বাচ্ছন্দ্য অনুভব করি।

ইবাদ ভাই ঢাকা আসলে সাধারণত আমার রুমেই থাকেন। রাত জেগে বিভিন্ন বিষয় নিয়ে তখন উভয়ের মাঝে আলোচনা হয়। কখনও আমি মুরব্বি সেজে তাকে পরামর্শ দিই, আবার কখনও তিনি মুরব্বি সেজে আমাকে পরামর্শ দেন।

ইবাদ ভাইকে বিয়ে করার ব্যাপারে সবচেয়ে যারা খুচাতেন, তাদের সর্বাগ্রে হয়ত আমার নাম থাকবে। অবশেষে ইবাদ ভাই বিয়ের পীড়িতে বসছেন। তার জন্য অপেক্ষা করছে একটি মাহেন্দ্রক্ষণ।

আমরা দোয়া করি তিনি ভাবীকে নিয়ে সুখী হোন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা বিল খাইর।

মুফতি রেজাউল কারীম আবরার
লেখক : প্রাজ্ঞ আলেম, দাঈ, মিডিয়া-ব্যক্তিত্ব

Scroll to Top