ক.
ইবাদ বিন সিদ্দিক ভাই। সিলেটের উলামায়ে কেরামের কাছে একজন সুপরিচিত তরুণ আলেম। পিতৃপরিচয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে ও তিনি নিজেকে সফলভাবে উপস্থাপন করতে পেরেছেন। অত্যন্ত কর্মঠ, সুদক্ষ মিডিয়া ব্যক্তিত্ব। একজন বিজ্ঞ কলম সৈনিক ও সফল সংগঠক। ‘সিলটেক’ ও ‘কাতিবে’র সুবাদে নিজের আচার-ব্যবহার দিয়ে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। তার চেহারায় সবসময় মুচকি হাসি যেন লেগেই থাকে। শিক্ষাজীবনে তিনি আমাদের সিনিয়র। শুধু তাই নয়। যখন আমরা জামেয়া তাওয়াক্কুলিয়া রেংগার ছাত্র, তখন তিনি জামেয়ার কম্পিউটার বিভাগের দায়িত্বশীল হিসেবে নিযুক্ত ছিলেন।
আমাদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে,একাকীত্বের অধ্যায় পাড়ি দিয়ে বড় ভাই যুগল জীবনে পদার্পণ করতে যাচ্ছেন। শিক্ষাজীবনে আমাদের সিনিয়র হলেও নিকাহের সুন্নাত পালনে কিন্তু আমাদের থেকে পিছিয়ে আছেন তিনি।
ভাবির জন্য বড়ই খুশ কিসমত। ইবাদ ভাইয়ের মতো হাস্যরস, রুমান্টিক জীবন সাথীকে নিয়ে ভালই কাটবে তার যুগল জীবন।
খ.
প্রতিটি মানুষের জন্য দাম্পত্য জীবন আসলে খুবই গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে অপেক্ষার প্রহর গুনে, নানা প্লান-পরিক্রমার পর জীবন সাথীকে নিয়ে একটা নবজীবনের সূচনা হয়। দীর্ঘ দিনের লালিত স্বপ্নের এই জীবনটা যদি সুখকর না হয়, তাহলে দুনিয়ার জীবনটাই ব্যর্থ।
এজন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ যেন ইবাদ ভাইয়ের দাম্পত্য জীবনকে বরকত দিয়ে ভরপুর করে তুলেন। ভাবী সাহেবাকে নিয়ে তার নতুন পর্ব যেন জান্নাতি সুখে উপভোগ্য হয়ে উঠে।
আব্দুল হামিদ সাকিব
লেখক : মুহাদ্দিস, কৌড়িয়া মাদরাসা