মোবারাকবাদ
মোবারাকবাদ ব্যাপারটা তো সবাই জানেন খুশির ব্যাপার বেশ— বিয়ের লেবাস পড়লো ইবাদ আজকে অবশেষ। এই সুদিনে স্মারক ভরে উঠবে স্মৃতির ঢেউ— লিখবে নানান উপদেশ আর বাণীও কেউ কেউ। আমি আমার মতই ছড়ায় গাইছি বিয়ের গান— হাসিখুশি থাকুক সদা যুগলতারার প্রাণ। এই যে ইবাদ! বন্ধু নাকি বলবো তোমায় ভাই? সিলটেকে বস, সৃজনঘরে বন্ধু তো আমরাই! তোমার …