বন্ধু ইবাদের বিয়েতে শুভেচ্ছা
ইবাদ বিন সিদ্দিক একজন উদ্যমী তরুণ আলেম, লেখক ও সমাজচিন্তক। মাদরাসা শিক্ষার পাশাপাশি তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত। তিন তিনটা মাস্টার্স-এর অধিকারী। সমাজ পরিবর্তনের আন্দোলনের একজন যোদ্ধা। ফেসবুকে সমাজচিন্তক হিসাবে তিনি বেশ পরিচিত। ‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ নামে একটি বইয়ের লেখকও তিনি। ক্রিয়েটিভ ইবাদের সাথে পরিচয় ২০১২ সালে জামেয়া রেঙ্গায় তাকমিল ফিল হাদিসে। মাদরাসার লেখাপড়া …