একটি ইবাদপাঠ
‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ ইবাদ বিন সিদ্দিকের অনবদ্য রচনা। ভিন্ন ধারার বইটি হাতে নিয়ে এক নিঃশ্বাসে বেশ ক’ পৃষ্ঠা পড়ে নিই। ভালো লাগে। মুগ্ধ হই। চমৎকার সব চিন্তা ও নীতিকথায় ভরা বইটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। দুই হাজার শব্দের একটি প্রবন্ধ পাঠের পর একজন পাঠক বড়জোর দুই লাইনের একটি বার্তা গ্রহণ করে। ইবাদ বিন […]