বাঁক ফেরাবে নদী
গাত্রবর্ণের কারণেই কি-না ঠিক জানি না, তবে ইবাদ মামাকে আমরা লালমামা বলে ডাকি। এই ডাকের মধ্যে গভীর একটা মায়ামেশানো অনুভূতি কাজ করে আমার। ছোটোবেলা থেকেই অন্য মামার চেয়ে ইবাদ মামার সঙ্গেই আমার একটু ঘনিষ্ঠতা বেশি। কিছু কিছু মানুশ আছে যাদের উপস্থিতি পরিবেশের বৈরিতাকে অনুকূল করে তোলে, যাদের ব্যক্তিত্বের দাপটে সংকোচ ভেঙে পড়ে মুহূর্তে। শোকে মূহ্যমান …