স্বপ্নের চাষ হবে, ফুটবে বাহারি ফুল
ইবাদুল হক। সুখ্যাত সিদ্দিকী পরিবারের সন্তান। বাবার নামের সাথে মিলিয়ে ইবাদ বিন সিদ্দিক। পরিচয় এতোটুকুই যথেষ্ট ছিলো। আছেও। পাশাপাশি তিনি তার ব্যক্তিগত চিন্তা-চেতনা নিয়ে একটি স্বতন্ত্র পরিচয় বহন করতে স্বাচ্ছন্দবোধ করেন। ইবাদ বিন সিদ্দিক। মাদরাসা পড়ূয়া একজন আলম।একটি মাদরাসার শিক্ষক। একজন সফল ব্যবসায়ীও। পাশাপাশি জাগতিক শিক্ষায়ও সমান পদচারণা। এখনও চলছে অধ্যায়ন। গন্তব্য আরো বহু দূর।…আশা …