শুভাশিসে অসম্পূর্ণ কথামালা
মানুষ সমাজে পরিচিতি পায়, পরিচিত হয় তার কাজের মাধ্যমে। একজন সৃজনচিন্তার মানুষ হিসেবে ইবাদ ভাইয়ের সঙ্গেও আমার পরিচয় তাই সৃজনশীল কাজের সূত্র ধরে। এই মুহূর্তে মনেও করতে পারছি না কবে কোথায় তার সঙ্গে প্রথম দেখা। দিনও তো কম হয়নি। যাহোক, পরিচয়সূত্র ধরেই আমাদের সম্পর্কও এগিয়েছে। যত কথা, আড্ডা, গল্প— সবই এক সূত্রে। এখনও আমাদের আড্ডা …