অনুরাগ
ইবাদ বিন সিদ্দিক। সর্বমহলের পরিচিত একটি নাম। তাঁর সাথে আমার প্রথম দেখা ২০১২ সালে কাতিব গ্রুপের চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক ভাইয়ের মাধ্যমে। তখনও আমি অনেক ছোট, কিন্তু গুরুত্বারোপ বা মোহাব্বতের ক্ষেত্রে তাঁর কাছে বয়স কোনো অন্তরায় ছিলোনা। ইবাদ ভাই বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ লেখক ও চিন্তক। শুদ্ধ সঙ্গীতের একজন তৃষিত শিক্ষার্থী হিসেবে যে-কজন বোদ্ধাদের সাথে …