ইবাদ বিন সিদ্দিক : শিক্ষক এবং বন্ধু
ইবাদ বিন সিদ্দিক। তিনি ত্রি-ধারা-পড়ুয়া মেধাবী আলেম, শিক্ষক, সমাজচিন্তক, লেখক, সংগঠক, প্রচ্ছদশিল্পী, আইটি বিশেষজ্ঞ। তাকে ২০১২ সালে প্রথম দেখি আঞ্জুমান কমপ্লেক্সে। তিনি শিক্ষক। আমি ছাত্র। খামিছে পড়ি। আমাদের কোনো ক্লাস নেননি, কিন্তু মাঝে মাঝে আমাদের রুমের সামনে দিয়ে যেতেন। জানতে পারলাম তিনি শায়খে সরইবাড়ীর সাহেবজাদা। এরপর মাঝে-মধ্যে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলাম। পরে সনদের …