ইবাদের জন্য প্রার্থনা
শহরে দাউদাউ করে ঘুরছিলাম আমি আর রাজু ভাই। রাজু ভাই মানে, আজকের তরুণ আলেমদের প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্ব হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু ভাই। আমাদের মজমায় শফি ভাই থাকেন (ড. শফি আহমদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক) মাঝেমধ্যে থাকেন ইমদাদ ভাই (আঞ্জুমানের সেক্রেটারি মাওলানা ইমদাদুল হক)। একদিন হলো কী, রাজু ভাই বললেন, আসেন, শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক সাহেবের সাথে …