অকৃত্রিম বন্ধু ইবাদ
ইবাদ বিন সিদ্দিক! মানুষের কাছে গর্ব করে বলার মতো একজন ভালো বন্ধু আমার। এটা নিছক কোনো লিখনী নয়। বাস্তবতা হলো, জীবনে চলার পথে এমন কিছু বিষয় সামনে আসে, যা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে না পারলেও নিঃসংকোচে ইবাদের মতো ভালো বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। আমার বন্ধুতালিকা খুব ছোট। বলতে গেলে হাতেগোনা কয়েকজন। ইবাদ বিন …