স্বপ্নের সাম্পান
শাওনের রাত। পায়ের নিচে কাদাজল, কাঁচা পানিতে ধোয়া হিম বাতাস,বাতাসে শব্দ নেই, এখন বাঁশবন পাড়ি দিচ্ছেন, অবশ্য পাতার বাঁশি টাইপ এক ধরনের শরশর শব্দ শোনা যাচ্ছে, যেন চাঁদকে কন্যা দেখতে আসবেন, এ রকমই লাজুক তিনি। একটু পরে পরে মেঘবতীর আঁচলে মুখ লুকোচ্ছেন । তিনি যেখানে যাচ্ছেন ঐ জায়গাটার নাম দিয়েছেন ‘জোছনা পাড়া’। ওখানে গেলে খুব …