বেয়াদবকাহিনী
বেয়াদব বয়স’র সাথে চুক্তিবদ্ধ না। যার আদব নাই সেই বেয়াদব। বয়স কম-বেশি’র কোনো এগ্রিমেন্ট নেই। ছোটরা তো করবেই; বড়রাও করে। এমন নজির বেশ দৃষ্টিগোচর হচ্ছে। ভদ্রতা, অধৃষ্টতা ও শিষ্টতা যার মধ্যে নেই সেই বেয়াদব। সাচ্চা বেয়াদব। সিমপ্যাথিহীন সমাজের অকুণ্ঠ এটেসটেইশন পাওয়া বড়রাই সবচেয়ে বড় বেয়াদব। তারা প্রতিনিয়ত ছোটদের একান্ত ব্যাক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে। আত্মসন্মানবোধে আঘাত করে। […]