আসাতিযায়ে কিরামের খিদমাতে সবিনয় নিবেদন
শুরুতেই যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীনি খিদমাতে শরীক হয়ে নবিওয়ালা কাজের বিশেষ গুরুদায়িত্ব পালনে পথচলা শুরু করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ’র সহযাত্রী হয়েছেন, তাফাক্কাহু ফিদ দীন’র কার্যাদি শেষ করে তার বাস্তব আমল করতে রওয়ানা দিয়েছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। সাথে সাথে সকলের জন্য দুআ করছি, আল্লাহ যেনো সবার ইলমের মধ্যে বরকত দান করেন। আমানতদারী ও …