‘অলরাউন্ডার’, ‘একের ভিতর পাঁচ’ ও ‘সর্বসেরা’—এসব উপাধি আসলে তাকেই দেয়া হয়, যে সকল কাজের কাজী। ‘অলরাউন্ডারকে’ সবাই ভালোবাসে। ভালোবাসি আমিও। আমাদের সেজু মামা ইবাদ বিন সিদ্দিক একজন অলরাউন্ডার মানুষ। একের ভিতর পাঁচের মানুষ। এ জন্য আমরা তাকে সবাই ভালোবাসি। আমাদের মামা বলে নয়, মিস্টার ইবাদ মামা যে আসলেই একজন অলরাউন্ডার মানুষ, সেটা আজ সর্বত্রই স্বীকৃত।
ইবাদ মামা একজন প্রতিশ্রুতিশীল তরুণ আলেম। কওমি থেকে দাওরা এবং আলিয়া থেকে কামিল শেষ করে তিনি এখন সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করছেন। আমার দেখায়—ইবাদ মামা একজন প্রত্যয়ী, পরিশ্রমী , শৈল্পিক, সজ্জন ও রোমান্টিক মানুষ।
এ তরুণ আলেম যে কার্যতই একজন ‘ফর্মার অলরাউন্ডার’ সেটা তার কর্মই বলে দেয় । ইবাদ মামা একাধারে একজন তরুণ ব্যবসায়ী, চিন্তাশীল সমাজ-বিশ্লেষক, উদীয়মান লেখক, মাদরাসার যোগ্য শিক্ষক। মোটকথা, যোগ্য বাবা শায়খুল কুররা আলী আকবর সিদ্দীক রহ.-এর যোগ্য সন্তান হিসাবে তিনি যেদিকেই হাত বাড়াচ্ছেন, খুব অল্প সময়ে সফল হচ্ছেন। এটা আনন্দের এবং একই সাথে প্রেরণার।
‘বিয়ে’। দুবর্ণের একটি শব্দ। এ একটি শব্দ তৈরি হয় দুটি আত্মার পবিত্র মিলনের মাধ্যমে। বিয়ে নিয়ে মনীষীদের অনেক বিখ্যাত উক্তি আছে। ‘বিয়ের’ নানা উপকারী দিক আছে। তবে বিয়েটাকে আমি সবার ওপরে মহানবী সা.-এর একটি বিশেষ সুন্নাহ হিসেবেই গ্রহণ করি। এবং এ বিয়েকে আমি গোনাহ থেকে বেঁচে থাকার অন্যতম ঢাল মনে করি। আর এ বিয়েতেই রয়েছে উম্মতে মুহাম্মাদীর জন্য কল্যাণ। বরকত। আমাদের ‘অলরাউন্ডার’ ইবাদ মামা মহানবীর সেই ‘সুন্নাহ’ বাস্তবায়ন করতে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন—১০ই জুন ২০২১ ঈসায়ী! তো এতে ইবাদ মামাকে অভিবাদন জানানো ছাড়া আমাদের কী-বা আর বলার আছে!
নারী একজন স্ত্রী হিসেবে পুরুষের জন্য যাদুর কাঠি। একজন নারীই পারেন একজন পুরুষকে সুপথে নিয়ে আসতে, স্বর্গীয় পথের রাহবার বানাতে। তবে এর ব্যতিক্রমও বিদ্যমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৎ নারীদের সফলতার গান গেয়েছেন এভাবে—‘পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’
প্রিয় ইবাদ মামা, চারিত্রিক উন্নতি সাধন, কাজে দৃঢ়তা আনয়ন আর দ্বীনের পতাকা উড্ডয়নের যে মিশন হাতে নিয়েছেন, সেটাকে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে—‘যাদুর কাঠি হিসাবে প্রশান্তিরমালা’ তাহমিদা মামানিকে যে গ্রহণ করতে যাচ্ছেন, এর জন্য ‘মামা ইবাদকে’ আমাদের পক্ষ থেকে রক্তিম ফুলেল শুভেচ্ছা।
আব্দুল্লাহ মাহমুদ
লেখক : তরুণ আলেম, এম.এ. (ইসলামিক স্টাডিজ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়