ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ছায়াগুলোর একটি। বাবার পর যে মানুষগুলোর ছায়া আমার জীবনে গুরুত্বপূর্ণ, তারা আমার ভাই। ভাই পৃথিবীর শ্রেষ্ঠ একটি নেয়ামতও। যার ভাই নেই সেই কেবল বুঝতে পারবে ভাইয়ের গুরুত্ব। বাবার পর যে মানুষগুলো বাবার প্রতিচ্ছায়া হয়ে ভূমিকা নেন তারাই হচ্ছেন ভাই। আমি খুব ভাগ্যবান যে, আমি তিন তিনজন সহোদর ভাই পেয়েছি এবং তারা সকলেই আমার বড়।
পরিবারে আমি সবার ছোট আর ইবাদ বিন সিদ্দিক আমার বড়। সে হিসেবে বয়সে আমরা কাছাকাছি, বলা যায় দুজনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ছোটবেলায় খেলাধুলা আমরা একসাথেই করতাম। শৈশবের দূরন্তপনার স্মৃতিগুলো আজও মনে পড়ে, সেই বৃষ্টিমুখর দিন, অঝোরধারার জল, বাড়ির পাশের নালায় মাছ শিকার, একসাথে শৌল মাছধরা-কত স্মৃতি ছড়ানো আছে অতীতের খেরোখাতায়। বিশেষত ‘দুছইন’ দিয়ে মাছ ধরাটা বেশ ইন্টারেস্টিং ছিলো। গাছে ওঠার প্রতিযোগিতা-কে কাকে রেখে আগে গাছে উঠতে পারে। বালতি-মগ টানাটানি করে একসাথে গোসলের আনন্দই আলাদা। আহা, সেই দিনগুলো, চোখের পলকেই যেন মিলিয়ে গেল।
তারপর আরও বহু-বহুদিন গত হলো। ভাইয়া তার পড়ালেখার পাঠচুকিয়ে ক্যারিয়ার গঠনে মনোযোগী হলেন এবং প্রতিনিয়ত নিজেকে নিজে ছাড়িয়ে যাবার চেষ্টায় রত হলেন। আমার পড়াশোনার পাঠ তখনও চলতে থাকল। ভাইয়ার কাছ থেকে পড়াশোনা বিষয়ে নানাধর্মী নির্দেশনা ও পরামর্শ পেতাম। সেই ধারা আজও অব্যাহত।
ভাইয়া এবার অপূর্ণ জীবনকে পূর্ণতায় রূপ দিতে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। শুভ এই মুহূর্তে ভাইয়া ও ভাবীর সুখময় জীবন প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে।
— ইহসান বিন সিদ্দিক [লেখক : বরের ছোট ভাই]