শুভাশিসে অসম্পূর্ণ কথামালা

মানুষ সমাজে পরিচিতি পায়, পরিচিত হয় তার কাজের মাধ্যমে। একজন সৃজনচিন্তার মানুষ হিসেবে ইবাদ ভাইয়ের সঙ্গেও আমার পরিচয় তাই সৃজনশীল কাজের সূত্র ধরে। এই মুহূর্তে মনেও করতে পারছি না কবে কোথায় তার সঙ্গে প্রথম দেখা। দিনও তো কম হয়নি। যাহোক, পরিচয়সূত্র ধরেই আমাদের সম্পর্কও এগিয়েছে। যত কথা, আড্ডা, গল্প সবই এক সূত্রে। এখনও আমাদের আড্ডা বা সাক্ষাতের অধিকাংশজুড়ে থাকে সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা এবং সৃজনশীল কর্মকা-। সমকালীন সাহিত্য-সংস্কৃতি, সমাজ-দর্শন, তথ্য-প্রযুক্তির নানা দিক ও বিষয় থাকে আমাদের আলোচনায়। সব আলোচনায়ই একজন দক্ষ ও সফল আলোচকের ভূমিকায় থাকেন ইবাদ ভাই।

ইবাদ ভাই অনেকটা নিভৃতচারী মানুষ। নির্মোহ এবং নির্লোভও। নিজের লেখা বলি আর পেশাদার কাজ বলি বিরাট বিরাট প্রকল্প সম্পন্ন করে ফেলেন খুবই নীরবে। তবে বিয়ের কাজটা সেই নীরবে সারতে পারছেন না তিনি। সামাজিক সৌন্দর্য এবং প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হিসেবে সবাইকে জানিয়েই নতুন জীবনের যাত্রা শুরু করছেন। ২৪ ঘণ্টারও কম সময় নিয়ে সৃজনঘরের আহ্বান পেলাম ইবাদ ভাইয়ের বিয়ে-স্মারকে লেখা দেয়ার।

ইবাদ ভাই একজন আলিমে দ্বীন, শিক্ষক, সমাজসচেতন লেখক এবং সুপরিচিত প্রযুক্তিবিদ। তথ্য-প্রযুক্তির কাজের ক্ষেত্রে আমার ব্যক্তিগত ঋণও আছে ইবাদ ভাইয়ের কাছে। তাই তাকে নিয়ে লিখতে বসলে লেখার কলেবর ছোট রাখা খুব সহজ নয়। আবার এত কম সময়ে প্রাত্যহিক কাজ-কর্মের মধ্যে কীভাবে কী লিখব ভাবতে ভাবতেই এগিয়ে যাচ্ছিল ঘড়ির কাঁটা। তেমন কিছুই লেখা হয়ে উঠল না।

শেষপর্যন্ত শুভাশিস জানিয়েই সেইভ করতে হলো এমএস ওয়ার্ডের ফাইলটিআমাদের কথা এবং কাজের শিল্পী ইবাদ ভাই যখন নতুন জীবনের শিল্পী হতে চলেছেন তাহলে তার আগামী জীবন অবশ্যই শিল্পীত হবে। এটা আমাদের বিশ্বাস। যেটুকু জেনেছি, ভাবীও হচ্ছেন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং আলেমা। একজন সুশিক্ষিত সচেতন মানুষ হিসেবে ইবাদ ভাইয়ের জীবনসাথী হিসেবে মানাবে খুব। ভাবীর সংস্পর্শে ইবাদ ভাইয়ের চিন্তা এবং কর্মক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। এ আমাদের প্রত্যাশা।

তাদের যুগল জীবনের সূচনালগ্নে আমাদের পক্ষ থেকে থাকল অফুরন্ত শুভকামনা ও অভিনন্দন। ভালো কাটুক তাদের আগামী দিনগুলো। স্বপ্নরঙিন ঘুড়ি উড়–ক হৃদয়ের আকাশে। ভালোবাসায় ভরে উঠুক তাদের পৃথিবী। আজ আমাদের মাঝে যে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে, কামনা করি তা অব্যাহত থাকুক জীবনভর।

লুৎফুর রহমান তোফায়েল
লেখক : সহ-সম্পাদক, দৈনিক সিলেট বাণী

Scroll to Top