বাঁক ফেরাবে নদী

গাত্রবর্ণের কারণেই কি-না ঠিক জানি না, তবে ইবাদ মামাকে আমরা লালমামা বলে ডাকি। এই ডাকের মধ্যে গভীর একটা মায়ামেশানো অনুভূতি কাজ করে আমার।

ছোটোবেলা থেকেই অন্য মামার চেয়ে ইবাদ মামার সঙ্গেই আমার একটু ঘনিষ্ঠতা বেশি। কিছু কিছু মানুশ আছে যাদের উপস্থিতি পরিবেশের বৈরিতাকে অনুকূল করে তোলে, যাদের ব্যক্তিত্বের দাপটে সংকোচ ভেঙে পড়ে মুহূর্তে। শোকে মূহ্যমান হৃদয়ে প্রাণের জোয়ার জাগে। আমার মনে হয় আমাদের প্রিয় লালমামা ওইরকম শক্তিশালী প্রাণোচ্ছল একজন ব্যক্তিত্ব। জীবনের নানা বিপদাপদের সুরাহাও তার কাছ থেকেই পাই। উদার সরলতা আর অকৃপণ ভালোবাসা প্রদর্শনে তার কার্পণ্য ভাবনারই অতীত। তার আকর্ষণী ব্যক্তিত্বের গুণমুগ্ধ একজন ভক্ত আমি।

এ তো গেল তার ব্যক্তিজীবনের প্রতি বিন্দু আলোকপাত। এবার যদি তাঁর কর্মজীবনের প্রতি দৃষ্টি ফেলিআমার বিস্ময়ের অন্ত থাকে না। গ্রাফিক্স ডিজাইনসহ নানাধরণের সৃজনশীল কাজে তার ব্যস্তসক্রিয়তা নজরে আসে। মননশীল শিল্পরুচির গোছানো আইডিয়ার প্রতিফলন যখন ঘটে তার প্রচ্ছদে, লোগো বা ওয়েব ডিজাইনেসেটি তখন হয়ে ওঠে এক বিস্ময়কর ব্যাপার। এসবের পাশাপাশি লেখালেখিতে বেশ তৎপর তিনি।

সৃজনশীল কর্মেই তার আজন্ম বেঁচে থাকে। তারব্যক্তিজীবন এবং কর্মজীবনে উভয় অধ্যায়েই আমি একজন শিক্ষানবিশ, প্রতিনিয়ত শিখছি তার কাছ থেকে। কিছুদিন পরই তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। যদিও আমার কাছে তা এক দুর্ঘটনাই মনে হচ্ছে। অবশ্য সেটি মধুর দুর্ঘটনায় রূপান্তরিত হবারই সম্ভাবনা, মামির যদি করুণা হয়।

সুখস্বাচ্ছন্দ্য আর স্বর্গীয়ে সুখে ভরে উঠুক তার বিয়েত্তোর জীবন। হ্যাপি জার্নি মামা।

সাকিব আশরাফ
লেখক : বরের ভাগনে, সংগীতশিল্পী

Scroll to Top