বন্ধু ইবাদের বিয়েতে শুভেচ্ছা

ইবাদ বিন সিদ্দিক একজন উদ্যমী তরুণ আলেম, লেখক ও সমাজচিন্তক। মাদরাসা শিক্ষার পাশাপাশি তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত। তিন তিনটা মাস্টার্স-এর অধিকারী। সমাজ পরিবর্তনের আন্দোলনের একজন যোদ্ধা। ফেসবুকে সমাজচিন্তক হিসাবে তিনি বেশ পরিচিত। ‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ নামে একটি বইয়ের লেখকও তিনি।

ক্রিয়েটিভ ইবাদের সাথে পরিচয় ২০১২ সালে জামেয়া রেঙ্গায় তাকমিল ফিল হাদিসে। মাদরাসার লেখাপড়া শেষ করেছি একসাথে। দাওরা শেষ করে আরবি সাহিত্যের উপর উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্যে তিনি দারুল মাআরিফে আর আমি কলেজে চলে যাই। দু-একবছর আমাদের মধ্যে তেমন একটা যোগাযোগ না হলেও দারুল মাআরিফ থেকে সিলেট এসে সিলটেক ক্রিয়েটিভ এজেন্সি নামে একটি অফিস খোলেন।এবং সেখানে আমাদের আড্ডা জমে। শহরে আসলে তার সিলটেক অফিসে একবার হলেও ঘুরে আসি।।

বন্ধু ইবাদের অস্খ্যং গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে তিনি অত্যন্ত নরম ও শান্ত মেজাজের মানুষ। একই সাথে একজন সৃজনশীল ও রুচিশীল ব্যক্তি। একজন ভালো ডিজাইনারও বটে। ভালো মানের ডিজাইনার হিসেবে আমাদের ডিপার্টমেন্টের ‘ফিরে দেখাÑ৩’ বইটি তার কাছে থেকেই বানিয়েছি।

আমার বন্ধুদের মধ্যথেকে ভালো একজন বন্ধু ইবাদ। তার সাথে আমার বন্ধুত্ব ও হৃদ্যতা এতো গভীর যে যখনই দেখা বা ফোনে কথা হয় তখনই আমরা প্রথম শব্দ বন্ধু বলে সম্মোধন করি।

বিয়ে করছেন আমাদের এলাকায়। আমাদের পাশের বাড়ি। বন্ধুত্বের পাশাপাশি তিনি আমার আত্মীয়ও হয়ে যাচ্ছেন। আশাকরছি সে সুবাদে আমাদের সম্পর্ক আরো সুগভীর হবে।

বিবাহমানবজীবনের অবিচ্ছেদ্য অংশ।নতুন এই জীবনে যাত্রা শুরু করছেন প্রিয় বন্ধু ইবাদ বিন সিদ্দিক। সুন্নতে নববীর বাস্তবায়নের ধারাবাহিকতায় তার এ শুভ কাজটির সূচনায় শুভ কামনা রইল।

সালমান খালিদ
লেখক : বরের সহপাঠি

Scroll to Top