‘তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ। সূরা বাকারা : আয়াত ১৮৭
বিয়ে, দাম্পত্য, প্রেম, ভরসা, বিশ্বাস, পারস্পরিক সমঝোতাÑমানবজীবনে বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এগুলোই। পৃথিবীর শুরুলগ্ন থেকে দুজন মানুষের এক জীবনের পথচলার জন্য বিয়ের গাঁটবন্ধন সৃষ্টির ধর্মীয় ও সামাজিক নিয়মের মধ্য দিয়েই আজকের পৃথিবী টিকে আছে। প্রেম-পূর্ণতার যে অমোঘ টান বিয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই পূর্ণতা দিয়েই মানুষ তার ভবিষ্যত প্রজন্ম তৈরি করে এবং জীবনের সর্বপেক্ষা নিশ্চিন্তা ক্রয় করে।
বিয়ের এই মোবারক পৃথিবীতে ইবাদ বিন সিদ্দিকের প্রবেশ ঘটতে যাচ্ছে শুনে প্রচ- পুলকিত হয়েছি। ইবাদ ভাই আমার ভালো বন্ধুদের একজন। রুচিশীল ও চিন্তায় প্রাগ্রসর একজন মানুষ তিনি। সময়ের সাথে নিজেকে তিনি ঝালিয়ে নিতে সক্ষম। দীর্ঘ সময় ধরে ইবাদ ভাইর সাথে যোগাযোগ, কাজ ও আলাপের সূত্র ধরে বলতে পারিÑতিনি সিদ্ধান্তগ্রহণে অত্যন্ত চিন্তাশীল ও সফল একজন মানুষ।
বিয়ের মতো একটি পবিত্র জীবনে তার সঙ্গী হতে যাচ্ছেন তাহমিদা আপু। দুজনের জীবন সুশোভিত হয়ে উঠুক আনন্দ-উচ্ছলতা আর প্রেমকাননের মিষ্টি সৌরভে। একজন ভালো বন্ধু হিসেবে তাদের প্রতি সবসময় হৃদয়পূর্ণ শুভকামনা থাকবে। আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে পূর্ণতা আর ভালোবাসার মিষ্টি সমীরণে সদা দীপ্তময় করে রাখুন। আমিন।
হাছিব আর রহমান
লেখক : অনলাইন অ্যাক্টিভিস্ট ও নির্বাহী সম্পাদক, পাবলিক ভয়েস