করোনার দিনগুলোতে বিয়ে

করোনা-আতঙ্কে যখন পুরো পৃথিবী স্তব্ধ, সকলের মনে বিরাজ করছে হায়াত-মওতের টেনশন, তখনও কিছু মানুষ নিজেদের বীরত্ব দেখাচ্ছেন। ভয়-ভীতি ও সম্ভাবনাহীন সময়ের পরোয়া না করে এক জীবন থেকে অন্য জীবনে পদার্পণ করছেন। যা লেজারত, ব্যাচেলর এমনকি যাযাবর সম্প্রদায়ের জন্য উৎসাহব্যঞ্জক।

নিষ্ঠুর করোনাকালে প্রথম বিয়েটি খেয়েছিলাম সাংবাদিক ফায়যুর রাহমানের। এরপর দীর্ঘদিন গত হলো। পরিচিত তেমন কেউ বিয়ে করেনি। তবে ভার্চুয়াল কিংবা অন্যান্য মাধ্যমে বাংলাদেশে ঘটে যাওয়া অনেক বিয়ের খবর পেয়েছি। বীর বাঙালি বিভিন্ন কৌশলে প্রথমে লুকোচুরি প্রক্রিয়ায়, পরে প্রকাশ্যে বিয়ে করতে শুরু করেছেন। ব্যাপারটি যতটা উস্কানিমূলক, তারচেও বেশি প্রশংসার দাবিদার।

ইবাদ ভাই বিয়ে করবেন। অলরেডি নিয়ত চূড়ান্ত করে ফেলেছেন। এমন পরিস্থিতিতে তার সহজ-সরল হাসিমুখটা চোখে ভাসছে। আমাদের মধ্যে যে কয়জন ভালো মানুষ ছিলেন, ইবাদ ভাই তাদের অন্যতম। সমাজের নানান অসঙ্গতি তার ভাবনায় পীড়া দিত। অনুভূতির ফাঁকে অবহেলায় মলিন ত্রুটি-বিচ্যুতি তাঁর দৃষ্টির প্রখরতাকে ফাকি দিতে পারেনি। ফলে ২০২০ সালে ‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ বইটি লিখেন। যা সচেতন পাঠক সমাজে বেশ সাড়া সৃষ্টি করে। এমন একজন সম্ভাবনাময় তরুণ আজ জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আছেন। বিবাহপ্রক্রিয়ায় আমাদের থেকে আলগা হয়ে পড়ার মানসিকতা ইবাদ ভাইয়ের নতুন জীবনকে সুখসমৃদ্ধ করুক। মহান প্রভুর কাছে এই প্রার্থনা।

হুসাইন মুহাম্মদ ফাহিম
লেখক : কবি ও গীতিকার

Scroll to Top