ইবাদ বিন সিদ্দিক : শিক্ষক এবং বন্ধু

ইবাদ বিন সিদ্দিক। তিনি ত্রি-ধারা-পড়ুয়া মেধাবী আলেম, শিক্ষক, সমাজচিন্তক, লেখক, সংগঠক, প্রচ্ছদশিল্পী, আইটি বিশেষজ্ঞ। তাকে ২০১২ সালে প্রথম দেখি আঞ্জুমান কমপ্লেক্সে। তিনি শিক্ষক। আমি ছাত্র। খামিছে পড়ি। আমাদের কোনো ক্লাস নেননি, কিন্তু মাঝে মাঝে আমাদের রুমের সামনে দিয়ে যেতেন। জানতে পারলাম তিনি শায়খে সরইবাড়ীর সাহেবজাদা। এরপর মাঝে-মধ্যে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলাম। পরে সনদের বছর প্রায় দেখা হতো। ভাল-মন্দ জিজ্ঞাসাতেই আলাপ থেমে যেত। এরপর অনেকদিন আর যোগাযোগ হয়নি।

অবশেষে ২০১৭ সালে সৃজনঘরের এক বৈঠকে শ্রীমঙ্গল মাকতাবায়ে রাহমানিয়ায় দেখা হয়। সেদিন সৃজনঘরে আমি একেবারেই নতুন, কিন্তু সৃজনঘরের প্রতিষ্ঠাকালীন সম্পাদক বন্ধু ওশ্রদ্ধাভাজন হামমাদ রাগিব এবং বর্তমান নির্বাহী সভাপতি সাইফ রাহমান উপস্থিত থাকায় বেশ কথা বলি। সৃজনঘরের কর্মশালা হওয়ার আগে আগেই ইবাদ ভাইয়ের সাথে সম্পর্ক বেশ জমে ওঠে। এরপর থেকে এখন পর্যন্ত সেই সম্পর্ক আছে, আশা করি আমরণ থাকবে।

তো ইবাদ বিন সিদ্দিককে নিয়ে এত কিছু বলে লাভ কী? তিনি তো আমাদের ছেড়ে চলে গেলেন! হ্যাঁ! সত্যিই চলে গেলেন। আমার মতো যাদের ঈমান অর্ধেক তাদের ছেড়ে চলে গেলেন। তিনি সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ঈমানের বাকি অর্ধেকসহ পূর্ণ ঈমানের অধিকারী হতে গতকাল আকদ করে ফেলেছেন। আল্লাহ তাআলা তার আগামীর দিনগুলো সুখ ও সমৃদ্ধির সাথে কাটানোর তাওফিক দিক।

জামিল আহমদ
লেখক : সংবাদকর্মী, সংগঠক

Scroll to Top