ইবাদ বিন সিদ্দিক। সর্বমহলের পরিচিত একটি নাম। তাঁর সাথে আমার প্রথম দেখা ২০১২ সালে কাতিব গ্রুপের চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক ভাইয়ের মাধ্যমে। তখনও আমি অনেক ছোট, কিন্তু গুরুত্বারোপ বা মোহাব্বতের ক্ষেত্রে তাঁর কাছে বয়স কোনো অন্তরায় ছিলোনা। ইবাদ ভাই বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ লেখক ও চিন্তক। শুদ্ধ সঙ্গীতের একজন তৃষিত শিক্ষার্থী হিসেবে যে-কজন বোদ্ধাদের সাথে আলোচনা করে আরাম বোধ করি; তাঁদের মধ্যে ইবাদ ভাই অন্যতম। শাস্ত্রীয় সঙ্গীতের নানাদিক নিয়ে একজন আলেম হিসেবে তাঁর সাথে আলোচনা করে তৃপ্তি অনুভব করি সবসময়। আমার ধারণামতে আলেম সমাজে এমন সঙ্গীত-বোদ্ধা মানুষ খুবই কম।
যাইহোক, এখন আসি মূল কথায়, ইবাদ ভাইয়ের বিয়ের সংবাদ শুনে আমি অত্যন্ত আনন্দিত। কারণ এমন মানুষের পরম্পরা দীর্ঘ হওয়া পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুণীজনদের মুখ থেকে শুনেছি যে ‘সঙ্গীতের শ্রোতার অভাব নেই কিন্তু যিনি শুদ্ধ-সুরের অনুরাগী; পৃথিবীর এক দূর্লভ মন তার’ তাই সৃষ্টিকর্তার কাছে শুদ্ধ সঙ্গীতের দূর্লভ এই অনুরাগী মানুষটির জন্য বরকতের দোয়া করি, তাঁর দাম্পত্য জীবন যেনো উম্মতের কল্যাণের কারণ হয়। আমিন।
মাসুম বিল্লাহ
লেখক : শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিক্ষার্থী